এবার করোনায় আক্রান্ত ভারত ফেরত ১১বছরের শিশু

0
1

এই প্রথম ভারত ফেরত ১১ বছর বয়সী এক শিশুর শরীরে থাবা বসালো করোনা। আক্রান্ত ওই শিশু আপাতত যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, শিশুটি ব্লাড ক্যানসারের আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যান তার মা ও মামা। গত ৫ মে পেট্রাপোল বর্ডার দিয়ে বেনাপোল ইমিগ্রেশন হয়ে তারা দেশে ফেরেন। ওইদিন তাদের তিন জনকে বেনাপোলের নিশান হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়। ১৪তম দিনে তাদের নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য। জানা যায় ওই শিশুটি করোনা পজিটিভ। যদিও ওই শিশুটির বাবা-মার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

আরও পড়ুন- পার্ক স্ট্রিটের পর বিবাদী বাগের বহুতলে আগুন

Advt