ফের বাতিল করা হল পূর্ব রেলের দশটি স্পেশাল ট্রেন

0
1

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই দেশজুড়ে শুরু হয়েছে লকডাউন। বেশিরভাগ রাজ্যেই রেল পরিষেবা ব্যাহত হয়েছে। পশ্চিমবঙ্গেও প্রথম দিকে আংশিক লকডাউন শুরু করে কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছিল। কিন্তু পূর্ণ লকডাউন শুরু হতেই বন্ধ করা হয়েছে লোকাল ট্রেন । পাশাপাশি পর্যাপ্ত যাত্রীসংখ্যার অভাবে বাতিল করা হয়েছে পূর্ব রেলের একাধিক দূরপাল্লার স্পেশাল ট্রেনও।

সম্প্রতি পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, নতুন করে আরও ১০ টি স্পেশাল ট্রেন অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হচ্ছে। ভারতীয় রেলওয়ের তরফে অবিলম্বে এই বিজ্ঞপ্তি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। একনজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে
১)হাওড়া – মালদা টাউন স্পেশাল ট্রেন

২) হাওড়া – আজিমগঞ্জ স্পেশাল ট্রেন

৩)কলকাতা – লালগোলা স্পেশাল ট্রেন

৪) হাওড়া-মালদা টাউন স্পেশাল ট্রেন

৫) শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার স্পেশাল ট্রেন

৬) কলকাতা – রাধিকাপুর স্পেশাল ট্রেন

৭) কলকাতা-বালুরঘাট স্পেশাল ট্রেন

৮) হাওড়া-ধানবাদ স্পেশাল ট্রেন

৯) হাওড়া – মুজফফরপুর স্পেশাল ট্রেন

১০) রাঁচি-দেওঘর স্পেশাল ট্রেন

প্রসঙ্গত করোনার প্রাথমিক পর্বে পুরোপুরি বন্ধ করা হয়েছিল রেল পরিষেবা। দ্বিতীয় ঢেউয়ে প্রথম দিকে রেল পরিষেবা আংশিক বন্ধ রাখা হয়। কিন্তু সংক্রমণ বাড়তে থাকায় রেল পরিষেবা পুরোপুরি বন্ধের দিকেই ক্রমশ অগ্রসর হচ্ছে।

আরও পড়ুন- ঘূর্ণিঝড় ‘যশ’-এর সতর্কতায় চলছে মাইকিং, তৎপর প্রশাসন

Advt