প্রয়াত দুই প্রধানে খেলা রাহুল কুমার

0
1

প্রয়াত ফুটবলার রাহুল কুমার( rahul kumar)। কলকাতার দুই প্রধানে খেলেছেন তিনি। দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন রাহুল। তাঁর আকস্মিক প্রয়াণের শোকের ছায়া ফুটবল মহলে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৬ বছর।

পাঞ্জাবের সিনিয়র দলে ২০০৫ সালে সুযোগ পান রাহুল। এরপর পুনে এফসি থেকে কলকাতায় খেলতে আসেন তিনি। কলকাতা ময়দানে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন রাহুল। মোহনবাাগান, মহমেডান স্পোর্টিং এ  একটা সময়ে চুটিয়ে ফুটবল খেলেছেন তিনি। ইউনাইটেড স্পোর্টসের হয়েও ফুটবল খেলেছেন রাহুল। তখন অবশ্য ইউনাইটেড স্পোর্টসের নাম ছিল চিরাগ ইউনাইটেড। এরপর সাদার্ন সমিতির জার্সিতেও খেলতে দেখা গিয়েছে রাহুল কুমারকে। সালগাওকারের আইলিগ দলেও ছিলেন রাহুল। ২০১৭ সালে চার্চিলের হয়ে শেষ খেলেছেন তিনি।

দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন রাহুল। শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল দ্রুত। শেষপর্যন্ত বৃহস্পতিবার সকালে পাঞ্জাবেই মারা যান কলকাতা ময়দানের প্রাক্তন এই ফুটবলার।

আরও পড়ুন:দিল্লিতে অক্সিজেন কনসেন্ট্রেটরের ব‍্যাঙ্ক খুলতে চলেছেন সহবাগ

Advt