অস্ট্রেলিয়া মাটিতে দিন-রাতের টেস্ট খেলবে ভারতীয় মহিলা দল, টুইট করে জানালেন জয় শাহ

0
1

ঐতিহাসিক! এবার অস্ট্রেলিয়া( Australia ) মাটিতে দিন-রাতের টেস্ট খেলবে ভারতীয় মহিলা দল( women’s india team)। বৃহস্পতিবার টুইট করে জানালেন বিসিসিআই সচিব জয় শাহ( jay shah)।

সাতবছর পর টেস্ট খেলতে ইংল‍্যান্ড উড়ে গেল ভারতের প্রমীলা ব্রিগেড। সেখানে একটি টেস্ট, তিনটি একদিনের ম‍্যাচ এবং তিনটি টি-২০ ম‍্যাচ খেলবে ঝুলন, মিতালিরা। এই ইংল‍্যান্ড সফরের পরই অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতের মহিলা দল। সেখানেই দিনরাতের টেস্ট খেলবে তারা। ২০০৬ সালের পর আবারও লাল বলে খেলবে প্রমীলা ব্রিগেড।

এদিন এই নিয়ে জয় শাহ টুইট করে লেখেন,” মহিলা ক্রিকেটের উন্নয়নে আমাদের প্রতিজ্ঞাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আমি ঘোষণা করতে পেরে আপ্লুত যে চলতি বছরের শেষের দিকে টিম ইন্ডিয়া নিজেদের প্রথম দিন রাতের টেস্ট খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে।”

যদিও এখনও অস্ট্রেলিয়ার সফর সূচি এখনও ঘোষিত হয়নি দুই পক্ষের তরফ থেকে।

আরও পড়ুন:ঠিক কী কারণে মৃত্যু হয় মারাদোনার? উঠে এল চাঞ্চল্যকর তথ‍্য

Advt