কোভিড (covid) পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠকে বক্তব্য রাখার সুযোগ না পেয়ে প্রবল ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠক শেষে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী কোনও কথা বলার সুযোগ দেননি। সৌজন্য না দেখিয়ে উল্টে ডেকে অপমান করেছেন। আর মুখ্যমন্ত্রীর এই দাবির পরই টুইট করে এর প্রতিবাদ জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যিনি সব বিষয়ে কথা বললেও নারদের বিতর্কে নীরব।
টুইটে শুভেন্দু লিখেছেন, স্বভাবসিদ্ধ কায়দাতেই প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কাজকর্মে মুখ্যমন্ত্রীর যে বিন্দুমাত্র আগ্রহ নেই, তা প্রমাণিত। বৈঠকে অবিজেপি রাজ্যের ৭ জেলার মধ্যে ৫ জেলার জেলাশাসক বক্তব্যও রেখেছেন বলে উল্লেখ করেন এই বিজেপি নেতা। তিনি জানান, ছত্তিশগড়, কেরল, মহারাষ্ট্র, রাজস্থান ও অন্ধ্রপ্রদেশের জেলাশাসকরা কোভিড মোকাবিলা নিয়ে মতামত দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে চললেও মমতা বন্দ্যোপাধ্যায় সংঘাতের পথে চলেন বলে অভিযোগ শুভেন্দুর।
আরও পড়ুন- দৈনিক মৃত্যুতে সর্বকালীন রেকর্ড রাজ্যে, বাড়ল আক্রান্তের সংখ্যাও