দিল্লিতে অক্সিজেন কনসেন্ট্রেটরের ব‍্যাঙ্ক খুলতে চলেছেন সহবাগ

0
3

করোনা(corona) লড়াইয়ে এবার এগিয়ে এলেন বীরেন্দ্র সহবাগ( virender sehwag)। অক্সিজেনের অভাব মেটাতে এগিয়ে এলেন তিনি। দিল্লিতে অক্সিজেন কনসেন্ট্রেটরের একটি ব‍্যাঙ্ক খুলতে চলেছেন সহবাগ। টুইটারে নিজেই জানালেন সে কথা।

করোনার দ্বিতীয় ঢেউতে নাজেহাল ভারতবাসী। দেখা দিয়েছে অক্সিজেনের অভাব। এই অক্সিজেনের অভাব মেটাতে এগিয়ে এসেছেন প্রাক্তন, বর্তমান অনেক খেলোয়ার। এবার এই যুদ্ধে এগিয়ে এলেন সহবাগ।

এদিন টুইটারে সহবাগ একটি ভিডিও পোস্ট করে বলেন,” দিল্লিতে অক্সিজেন কনসেন্ট্রেটরের একটি ব‍্যাঙ্ক খুলতে চলেছি। যা জনসাধারণের জন‍্য বিনামুল্যে প্রদান করা হবে। কোন ধরনের জাত-ধর্ম-বর্ণ বা আর্থিক অবস্থা দেখা হবে না।”

https://twitter.com/virendersehwag/status/1394891359081750542?s=19

তবে করোনায় এটি সহবাগের প্রথম উদ‍্যোগ নয়। এর আগে ৫১ হাজারের বেশি মানুষের জন‍্য বিনামুল্যে খাদ‍‍্য প্রদানের উদ‍্যোগ চালু করেছিলেন তিনি।

আরও পড়ুন:কোপা ইতালিয়া খেতাব জয় জুভেন্তাসের

Advt