নতুন নয়, আগের বেঞ্চেই আগামিকাল নারদ মামলার শুনানি

0
1

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির যে বেঞ্চে নারদ (Narada) মামলার শুনানি হওয়ার কথা ছিল, সেখানেই শুনানি হবে শুক্রবার। এদিন অনিবার্য কারণবশত মামলার শুনানি না হওয়ায়, হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে নতুন ডিভিশন বেঞ্চ গড়ার আবেদন করেছিলেন ধৃত বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। কিন্তু তার সেই আবেদন খারিজ করে জানানো হয়েছে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির  বেঞ্চেই মামলার শুনানি হবে।

নারদ মামলায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের ৪ হেভিওয়েট নেতা- সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে। সোমবার প্রথমে গ্রেফতার, তারপর নগর দায়রা আদালতে জামিন ও রাতে সেই জামিনের আদেশের উপর স্থগিতাদেশ। এরপর থেকে প্রেসিডেন্সি জেলে রয়েছেন চার নেতা। বুধবার, এই স্থগিতাদেশের শুনানি ছিল কলকাতা হাইকোর্টে (High Court)। কিন্তু সেদিন নিষ্পত্তি না হওয়ায় ফের বৃহস্পতিবার মামলা ওঠার কথা ছিল দুপুর দুটোয়। কিন্তু তার আগে নোটিশ দিয়ে জানানো হয় অনিবার্য কারণবশত এদিন মামলার শুনানি হচ্ছে না। কবে শুনানি হবে সে কথা জানানো হয়নি। এরপর বিকেলের দিকে খবর পাওয়া যায় মামলার শুনানি হবে শুক্রবার।

আরও পড়ুন:দ্বিতীয়বারের জন্য কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিনারাই বিজয়ন

একই সঙ্গে এই মামলা বাংলা থেকে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার আবেদন করেছে সিবিআই (Cbi)। সে মামলাটির শুনানিও শুক্রবার হবে বলে আদালত সূত্রে খবর।

Advt