মন্ত্রী-বিধায়কের গ্রেফতার নিয়ে রাজ্য-কেন্দ্র চাপান-উতোর ও প্রবল উত্তেজনার মাঝে আজ মোদি-মমতা মুখোমুখি। কথা হবে ভার্চুয়াল মাধ্যমে। সকাল ১১টায় নবান্ন সভাঘর থেকে বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী, সঙ্গে মুখ্যসচিব,স্বাস্থ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। উত্তর-পূর্বের রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন ভার্চুয়াল সভায়। এই বৈঠক নিয়েও রাজ্য-কেন্দ্র দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। কেন্দ্রীয় সরকার ১৩ মে জানিয়েছিল, প্রধানমন্ত্রী দশটি রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। প্রয়োজনে জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলবেন। রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী। তাঁদের বাদ দিয়ে বৈঠকের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে, বিতর্ক বাধে। বিতর্ক চাপা দিতে প্রধানমন্ত্রীর দফতর জানায় মুখ্যমন্ত্রীরাও থাকবেন বৈঠকে। কিন্তু জেলাশাসকরা থাকবেন কিনা তা স্পষ্ট নয়।
নারদ কাণ্ডে গ্রেফতার পর্ব নিয়ে এমনিতেই রাজ্য-কেন্দ্র টানাপোড়েন অব্যাহত। সেই টানাপোড়েনের ছাপ বৈঠকে পড়ে কিনা সেটা উল্লেখযোগ্য। ভ্যাকসিনের অভাব, অক্সিজেনের অভাব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে সরাসরি কেন্দ্রকে অভিযোগের কাঠগোড়ায় তুলবেন, তা বলার অপেক্ষা রাখে না।