করোনায় আক্রান্ত মিলখা সিং

0
1

করোনায়( Corona)  আক্রান্ত  মিলখা সিং( Milkha Singh) । বুধবার বিকেলে করোনা ধরা পড়ে তাঁর। একটি ওয়েবসাইটে নিজেই জানালেন একথা। অবস্থা  আপাতত স্থিতিশীল। চণ্ডীগড়ে কোয়ারেন্টাইনে  রয়েছেন এশিয়ান গেমসে দু’বারের পদকজয়ী।

এক ওয়েবসাইটে মিলখা সিং বলেন, “বুধবার বিকেলে জগিং করে বাড়ি ফেরার পরেই শুনি আমার রিপোর্ট পজিটিভ। কিন্তু আমার দেহে কোনও উপসর্গ নেই। সম্পূর্ণ সুস্থ আছি। চিন্তা করার কোনও কারণ নেই। গত কাল বিকেলে একটু জ্বর এসেছিল। কিন্তু এখন সেটাও কমে গিয়েছে। আশা করছি খুব দ্রুত ঠিক হয়ে যাবে সব। সবাই সাবধানে থাকুন। নিয়ম বিধি মেনে চলুন। সুস্থ থাকুন। সবাই করোনার টিকা নিন।”

করোনার থেকে সেরে উঠলেই টিকা নেবেন বলে জানান মিলখা সিং।

আরও পড়ুন:সৌরভকে নিয়ে বিস্ফোরক মন্তব্য চ‍্যাপেলের

Advt