আসছে ‘যশ’! ঘূর্ণিঝড়ের মোকাবিলায় কলকাতার প্রয়োজন ববি হাকিমকে, টুইট ফিরহাদ কন্যার

0
3

গতবছরের ঘূর্ণিঝড় আমফানের দাগ এখনও যায়নি। এখনও দক্ষিণ ২৪ পরগনা সহ সুন্দরবনের একাধিক জায়গায় আমফানের দাগ এখনও স্পষ্ট। তার মধ্যেই আরও একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাষ দিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস থেকে বলা হয়েছে আগামী সপ্তাহেই বঙ্গোপসাগরীয় উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘‌যশ’‌। তাই এই মুহূর্তে কলকাতার প্রয়োজন ফিরহাদ (ববি) হাকিমকে। এমনটাই টুইটারে লিখলেন লিখলেন ববি-কন্যা সাবা।

বুধবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে সাবা লেখেন, ‘গত বছর আমফানের ধ্বংসলীলার পর এক সপ্তাহে পথে নেমে স্বাভাবিক অবস্থা ফিরিয়েছিলেন ফিরহাদ হাকিম। আগামী সপ্তাহে যখন আরও একটি সাইক্লোন যশ আছড়ে পড়ার সম্ভাবনা, কলকাতার ববি হাকিমকে দরকার’। তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছেন, ‘বেঙ্গলস্ট্যান্ডইউইথববি’ ও ‘ববিহাকিম’। প্রসঙ্গত গতবছর ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফানের পর তছনছ হয়ে গিয়েছিল গোটা রাজ্য। শহর কলকাতাতেও ঝড়ের ফলে ব্যাপক ক্ষতি হয়েছিল।

https://twitter.com/shabba_hakim/status/1394865885311995906?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1394865885311995906%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.aajkaal.in%2F

গত বছর ২২ মে কলকাতা শহরে আছড়ে পরে আমফান। সেই সময় পুর প্রশাসক হিসেবে ফিরহাদ যে দায়িত্ব পালন করেছিলেন, সে কথাই নিজের টুইট করে স্মরণ করালেন সাবা। বাবা সিবিআই হেফাজতে, এই সময় ঘূর্ণিঝড় হলে তার প্রভাব থেকে কলকাতাকে বাঁচাতে যে ফিরহাদকেই প্রয়োজন, সেই দাবিই তিনি তুলেছেন টুইটে।

আরও পড়ুন- রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার মোদি-মমতা বৈঠক

Advt