ঘর বসেই করুন কোভিড টেস্ট, ছাড়পত্র দিল আইসিএমআর

0
1

করোনার উপসর্গ! এবার আর করোনা পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে না। স্লট বুকিং-এরও প্রয়োজন নেই। ঘরে বসে নিজেই পরীক্ষা করে দেখতে পারেন আপনি কোভিড পজিটিভ না নেগেটিভ। অতিমারি পরিস্থিতিতে এই সুযোগ এনে দিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকাল রিসার্চ(ICMR)। র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টিং বা র‍্যাট কিটকে ছাড়পত্র দিয়েছে ওই সংস্থা। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টিংয়ের এই কিটের নাম কোভিসেল্ফটিএম।
করোনার দ্বিতীয় ঢেঊয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। করোনার পরীক্ষা করার জন্য রোগীদেরও ভিড় উপচে পড়ার মত। এদিকে রিপোর্ট আসতেও সময় লাগছে বেশ বেশি। তাই চটজলদি রিপোর্ট পেতে বড় পদক্ষেপ নিল আইসিএমআর। কীভাবে এই টেস্ট করা যাবে সেব্যাপারে বিস্তারিত নির্দেশ দিয়েছে এই সংস্থা। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, যাঁদের শরীরে কোভিডের লক্ষণ রয়েছে তাঁরা এই পরীক্ষা করতে পারবেন। ল্যাবরেটরির করোনা পরীক্ষায় কোভিড পজিটিভ এসেছে এ রকম ব্যক্তির সরাসরি সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁরাও এই কিটের মাধ্যমে বাড়িতে বসে পরীক্ষা করাতে পারবেন। তবে নির্বিচারে যে কেউ যাতে এই কিটের মাধ্যমে পরীক্ষা না করে, সেই পরামর্শও দিয়েছে আইসিএমআর।

Advt