একুশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির জন্য সরাসরি অধীর চৌধুরীকে(Adhir Ranjan Chowdhury) নিশানা নিয়ে তাঁর শাস্তির দাবিতে সরব হয়ে উঠলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের শীর্ষস্তরের নেতা বীরাপ্পা মইলি (Veerappa Moily)। তার স্পষ্ট দাবি, বাংলায় শুধুমাত্র ভুল নীতির জন্য ভরাডুবি হয়েছে কংগ্রেসের(Congress)। দলের উচিত ছিল তৃণমূলের(TMC) সঙ্গে জোট করা। শুধু তাই নয় এই ভুলের জন্য বহরমপুরের(Baharampur) পাঁচবারের সংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর শাস্তি দাবি করলেন মইলি।
সম্প্রতি অধীর চৌধুরীর বিরুদ্ধে সরব হয়ে মইলি বলেন, ‘ও শুধু মমতার নামে কোন শব্দ ব্যবহার করে নেতা হয়েছে মাটির সঙ্গে ওর কোনও যোগ নেই। মমতা তো আমাদেরই লোক। তৃণমূল তৈরির আগে কংগ্রেসেই ছিলেন। বাংলায় যেহেতু মমতাই বিজেপির (BJP) বিরুদ্ধে লড়ছিলেন, তাই আমাদের উচিত ছিল তৃণমূলের সঙ্গেই জোট করা। বাম এবং আইএসএফের সঙ্গে জোট করার থেকে তৃণমূলের সঙ্গী হলে দলের জন্য ভাল হত।’
আরও পড়ুন:দৃষ্টি ঘোরাতেই অন্যের উপর দায় চাপাচ্ছেন মুখ্যমন্ত্রী: দিলীপ
এরপরই ওই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘নির্বাচনী প্রচারে অধীর যেভাবে মমতার বিরুদ্ধে কটু কথা বলে গিয়েছে তা মানুষ মেনে নেয়নি। এমনকি আমাদের নিজেদের কর্মীরাও কংগ্রেসকে ছেড়ে মমতাকে ভোট দিয়েছে। ফলস্বরূপ যেখানে আমরা শক্তিশালী সেই জায়গাতেও পরাজয় হয়েছে কংগ্রেসের। যার ভুল নীতির জন্য এই ভরাডুবি সেই লোকটা এখনো প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বসে রয়েছেন। কোনও শাস্তি হলো না তাঁর।’ শুধু তাই নয়, এ প্রসঙ্গে নিজের দলকেও তোপ দাগতে ছাড়েননি মইলি। তিনি বলেন, এভাবে যদি কাউকে শাস্তি না দেওয়া হয়, তাহলে সেই দলের কদর থাকে না। আমরা এখন রাজ্যে নেতা নির্বাচন করছি কে বেশি টাকা তুলতে পারবে, আর কার সম্প্রদায়ের লোক বেশি, সেই নিরিখে। আমার মনে হয় না, এভাবে ভোটে জেতা যায়।















































































































































