সওয়াল চালালেও মামলা স্থানান্তরের আবেদনই আদালতে দেয়নি CBI

0
2

অন্য রাজ্যে নারদ-মামলা নিয়ে যাওয়ার জন্য আদালতে সলিসিটর জেনারেল সওয়াল চালালেও CBI এখনও পর্যন্ত ট্রান্সফার পিটিশনের কপি’ই বিচারপতিদের হাতে দেয়নি।
শুনানি চলাকালীন প্রধান বিচারপতি ওই ট্রান্সফার পিটিশনের কপি চান মেহেতার কাছে৷ উত্তরে মেহেতা বলেন, “দুঃখিত মাই লর্ড, আগামীকাল সকালের মধ্যে আমরা হাইকোর্টে পিটিশনের কপি জমা দিচ্ছি”।

আরও পড়ুন-মামলা স্থানান্তর নিয়ে সওয়াল সলিসিটর জেনারেলের, জবাব সিংভির

Advt