কোচবিহারঃ লোকালয়ে বাইসনের তাণ্ডবে দুজন মহিলা সহ তিন গ্রামবাসী আহত হয়েছেন। বুধবার বাইসন হানা দেয় ঘোকসাডাঙ্গা গ্রামে। বাইসনের হানায় আহত তিন গ্রামবাসীর মধ্যে দু’জন মহিলা। সকলেই মাথায় আঘাত পেয়েছেন। ফালাকাটা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা৷ অবশেষে বন দপ্তরের চেষ্টায় বাইসনটিকে উদ্ধার করে চিলাপাতা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। ঘোকসাডাঙ্গা ও মুকুলডাঙ্গা গ্রামে দাপিয়ে বেড়ায় বাইসন। গ্রামবাসীরা বাইসনকে দাপিয়ে বেড়াতে দেখে চিৎকার শুরু করেন । আতঙ্কে ছুটোছুটি করতে গিয়ে জখম হন তারা। গ্রামের মানুষ ভিড় করে বাইসন দেখতে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাথাভাঙ্গা রেঞ্জের আধিকারিক সজল পাল। তিনি জানান খবর পেয়ে এলাকায় গিয়ে বন দপ্তর বাইসনটিকে উদ্ধার করেছে। তিনি জানান বাইসনটি মানুষের কোলাহলে শুনে এদিক সেদিক ছুটতে থাকে । এই ছুটো ছুটিতে কয়েকটি বাড়ি ভাঙচুর করে এবং তিন জন বাইসনের হানায় আহত হন। বীরেন বর্মন, আশারানী বর্মন এবং চঞ্চলা সরকার বাইসনের হানায় আহত হন। আহতদের ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা যায়।