বুধবার সাতসকালে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ল একটি হরিণ (deer)। ধুপগুড়ি শালবাড়ি (dhoopguri shalbari)এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার ঘটনা এটি। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা হরিণটিকে লোকালয়ে ঘোরাঘুরি করতে দেখেন। এর পর হরিণটিকে একটি গোয়ালঘরে আটকে রেখে বন দপ্তরে খবর দেন গ্রামবাসীরা। বনকর্মীরা আসার আগেই হরিণটি গোয়ালঘর থেকে পালিয়ে যায়। শেষে বনকর্মী ও গ্রামবাসীরা একসাথে হরিণ খুঁজতে বেরোন। শেষমেষ উদ্ধার করা সম্ভব হয়েছে হরিণটিকে। উদ্ধার করে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে নিয়ে যাওয়া হয়েছে। মনে করা হচ্ছে হরিণটি পার্শ্ববর্তী ঘোড়াঘাট জঙ্গল থেকে সেটি বেরিয়ে এসেছিল। হরিণ গ্রামে ঢোকার খবর জানাজানি হতেই প্রচুর মানুষ করোনা বিধিকে উপেক্ষা করে ভিড় জমান। এলাকাবাসী জানান, মাঝেমধ্যেই ওই এলাকায় বন্য জন্তু লোকালয়ে ঢোকার মতো ঘটনা ঘটে।

































































































































