২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে সাড়ে ৪ হাজারের বেশি, করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমল

0
3

দেশে গত ২৪ ঘণ্টার করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ভেঙে দিল আগের সমস্ত রেকর্ড। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দৈনিক সংক্রমণের সংখ্যা কমলেও ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ৫২৯ জনের। এ পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৮৩ হাজার ২৪৮ জনের।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৪ জন। যা মঙ্গলবারের তুলনায় ৪ হাজার বেশি। এখনও পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৪ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি দৈনিক আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হওয়ায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা গত কয়েকদিন ধরেই কমতে শুরু করেছে। সাড়ে ৩৭ লক্ষ থেকে কমে দেশে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৩২ লক্ষ ২৬ হাজার ৭১৯ জন।

আরও পড়ুন-নির্বাচনী হলফনামায় নারদ মামলার তথ্য গোপন মুকুল, শুভেন্দুর! চাঞ্চল্যকর তথ্য ফাঁস

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ২০ লক্ষের বেশি। একদিনে পরীক্ষার নিরিখে এই সংখ্যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এই পরিস্থিতির মধ্যেই দেশে চলছে টিকাকরণ। এখনও পর্যন্ত দেশে টিকা দেওয়া হয়েছে সাড়ে ১৮ কোটিরও বেশি মানুষকে। গত ২৪ ঘণ্টায় ভারতে টিকা নিয়েছেন ১৩ লক্ষ ৫৬ হাজার ১৫৩ জন।

Advt