রাজ্যে কমল করোনার দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু

0
1

রাজ্যে ভয়াবহ আকার নিয়েছে করোনা পরিস্থিতি। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। ইতিমধ্যেই সংক্রমণ রুখতে রাজ্যজুড়ে জারি হয়েছে একাধিক বিধি-নিষেধ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কিছুটা কমল করোনা আক্রান্তের সংখ্যা। তবে উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু। গতকালের চেয়ে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেল রাজ্যে।

বুধবারের স্বাস্থ্য দফতরের কোভিজ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯০০৬ জন। যার ফলে এরাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লক্ষ ৯০ হাজার ৮৬৭। তবে ভাল খবর এদিন দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৯ হাজার ১৫১ জন। ফলে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৪৫ হাজার ৬৪৩। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৮৭.৮১ শতাংশ। তবে উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গিয়েছে ১৫৭ জনের। ফলে রাজ্যে করোনায় মোট বলির সংখ্যা ১৩,৭৩৩।

তবে সংক্রমণের নিরিখে এখনও সর্বোচ্চ স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪১৭৭ জন। মৃত্যু হয়েছে ৪৮ জনের। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২৪ হাজারের বেশি। এরপরেই রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দৈনিক করোনা আক্রান্ত ৩,৬১৮ জন। মৃত্যু হয়েছে ৩১ জনের। উত্তর ২৪ পরগনা ও কলকাতার পরেই সবচেয়ে খারাপ করোনা পরিস্থিতি হুগলির। এই জেলায় গত ২৪ ঘণ্টা করোনা আক্রান্ত ১,১৭২ জন। এছাড়াও হাওড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়ার করোনা পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক।

আরও পড়ুন- করোনা পরিস্থিতির মাঝেও ৫০ হাজারের গণ্ডি পেরিয়ে ফের নামল সেনসেক্স

Advt