হাই-ভোল্টেজ নারদ- মামলায় হাইকোর্টে কে কার আইনজীবী

0
1

হাই-ভোল্টেজ নারদ- মামলায় আজ, বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাশে বিচার বিভাগীয় হেফাজতে থাকা দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়ের হয়ে সওয়াল করবেন শীর্ষ আদালতের আইনজীবী তথা কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি। এবং তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং ভূতপূর্ব মেয়র শোভন চট্টোপাধ্যায়ের হয়ে সওয়াল করবেন সুপ্রিম কোর্টের আর এক বিশিষ্ট আইনজীবী সিদ্ধার্থ লুথরা।

CBI-এর পক্ষে মামলায় অংশ নেবেন দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর৷ এছাড়াও এদিনের শুনানিতে রাজ্যের মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফেও কোনও আইনজীবী সওয়াল করতে পারেন অথবা মনু সিংভি বা সিদ্ধার্থ লুথরাও এনাদের হয়ে সওয়াল করতে পারেন৷