২৯ মে টি-২০ বিশ্বকাপ নিয়ে বিশেষ সাধারণ সভা বিসিসিআইয়ের

0
3

টি-২০ বিশ্বকাপ(T-20 world cup) ভারতের মাটিতে আয়োজন করা নিয়ে বিশেষ সাধারণ সভা ডাকতে চলেছে বিসিসিআই( bcci)। ১ জুন আইসিসির ( icc) সভার আগে নিজেদের মধ্যে আলোচনায় বসতে চলেছে বোর্ড কর্তারা। ২৯ মে বিসিসিআইয়ের ভার্চুয়ালি এই সভার হওয়ার কথা।

বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, “কোভিডের কথা মাথায় রেখে সমস্ত রকমের প্রস্তুতি নিতে বলা হয়েছে  ৯ রাজ্য সংস্থাকে। তবে করোনার যা পরিস্থিতি তাতে শেষ মুহূর্তেও অনেক কিছুই বদলে যেতে পারে। কিন্তু তৈরি থাকতে হবে।”

চলতি বছর অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ম‍্যাচ হওয়ার কথা আমদাবাদ, মুম্বই, কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, ধর্মশালা ও লখনউতে। তবে করোনায় দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারতবাসী। যা চিন্তায় রাখছে আইসিসিকে। আইসিসিও চিন্তা ভাবনা করছে টি-২০ বিশ্বকাপ ভারতের বাইরে সরিয়ে নিয়ে যাওয়ার। এই অবস্থায় আইসিসির সভার আগে নিজেদের গুছিয়ে নিতে চাইছে বিসিসিআই।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Advt