Tauktae-এর দাপটে ভেঙে পড়ল ওয়াংখেড়ে স্টেডিয়ামের সাইটস্ক্রিন

0
2

Tauktae-এর দাপটে ভেঙে পড়ল ওয়াংখেড়ে স্টেডিয়ামের(Wankhede stadium) সাইটস্ক্রিন। মঙ্গলবার সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সোমবার আছড়ে পড়ে ঘূর্ণিঝড় Tauktae। একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত হয় এই ঝড়ের দাপটে। বাদ গেল না ওয়াংখেড়ে স্টেডিয়াম ও। সাইটস্ক্রিনের ভাঙা ছবি দেখা গেল সোশ্যাল মিডিয়ায় । এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা বলেন, “ঘূর্ণিঝড়ের দাপটে ওয়াংখেড়ে স্টেডিয়ামের উত্তরদিকের স্ট্যান্ডের সাইটস্ক্রিন ভেঙে গিয়েছে। দড়ি দিয়ে ফের তুলে লাগাতে হবে।”

২০১১ সালে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ জিতে ছিল ভারত।

আরও পড়ুন:বান্ধবীর জন‍্য বিসিসিআইয়ের কাছে সাহায্য চাইলেন ব‍্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা

Advt