অনেক ধরনের বিক্ষোভ দেখেছেন । কিন্তু কখনও ভেড়ার পাল নিয়ে বিক্ষোভ দেখাতে দেখেছেন? অথচ বাস্তবে তাই ঘটল। প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে ভেড়ার পাল নিয়ে রাজভবনের গেটের সামনে অভিনব প্রতিবাদ বিক্ষোভের সাক্ষী থাকল শহর। রাজ্যপাল না, ভেড়ার পাল এই স্লোগান দিয়ে মঙ্গলবার রাজভবনের গেটের সামনে বিক্ষোভ দেখান সুমন মিত্র নামে এক ব্যক্তি ।
সোমবার রাজ্যের চার হেভিওয়েট নেতাকে গ্রেফতার করে সিবিআই । এই ঘটনার প্রতিবাদে উত্তাপ ছড়িয়েছে গোটা বাংলায় । এদিন রাজ্যপালের সেই সিদ্ধান্তের বিরোধিতা করে ভেড়া নিয়ে বিক্ষোভ দেখান এই ব্যক্তি । যদিও পুলিশ দ্রুত সরিয়ে দেয় ওই বিক্ষোভকারীকে ৷
তার অভিযোগ, করোনা পরিস্থিতিতে কার্যত লকডাউনের সময় প্রতিহিংসার রাজনীতিতে ইন্ধন দিয়ে সাধারণ মানুষের জীবন সংকটে ফেলে দিয়েছেন রাজ্যপাল। একদল ভেড়া নিয়ে এসে বিক্ষোভ দেখান তিনি । রাজ্যপালকে ভেড়ার পালের সঙ্গে তুলনা করেন ।
সুমন বলেছেন, “রাজ্যপাল ভেড়ার পালের মতো কাজ করেছেন । যেখানে মানুষ অক্সিজেন পাচ্ছে না । হাসপাতালে ভর্তি হতে না পেরে বহু মানুষ মারা যাচ্ছেন । দিন আনা দিন খাওয়া মানুষরা বাড়ি থেকে বেরোতে পারছেন না । অনাহারে দিন কাটছে বহু গরীব মানুষের । এই পরিস্থিতির মধ্যে এইভাবে রাজ্যের মন্ত্রীদেরকে গ্রেফতার করা কখনওই ঠিক হয়নি । এইভাবে গায়ের জোরে গ্রেফতার করার ফলে করোনা পরিস্থিতি আরও সংকটজনক জায়গায় চলে যাচ্ছে । তিনি জানিয়েছেন, দোষীদের অবশ্যই বিচার হবে । কিন্তু তার জন্য আগে উপযুক্ত পরিস্থিতি থাকা দরকার । যেভাবে গ্রেফতার করা হয়েছে তা সম্পূর্ণ অনৈতিক ৷
এর পাশাপাশি এদিন তিনি বলেন, ‘‘রাজ্যপালের এই হঠকারী সিদ্ধান্তের জন্য করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে । মন্ত্রীদের হঠাৎ করে গ্রেফতার করার জন্য মানুষ রাস্তায় নেমে পড়েছিলেন গতকাল । কোভিড প্রটোকল ঠিকমতো মানা হয়নি । উত্তেজিত জনতা রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ এর ফলে করোনা আরও দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে । এইসবের জন্য একমাত্র রাজ্যপাল দায়ী ।