মদন মিত্র নয়, ফেসবুকে পোস্ট করছেন অ্যাডমিনরা

0
1

এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন নারদ কাণ্ডের অভিযুক্ত কামারহাটির তৃণমূলের বিধায়ক মদন মিত্র। উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে তিনি রয়েছেন। অক্সিজেন দেওয়া হয়েছে তাঁকে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। ফেসবুকে তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে। সেখানে বিজেপি এবং সিবিআইকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল নেতা। দ্বিতীয় পোস্টে উল্লেখ করে বলা হয়েছে, এই পোস্ট মদন মিত্র নয় করেছেন পেজের অ্যাডমিনরা।

প্রথম পোস্টে বলা হয়েছে, “হ্যাঁ, এটা সত্য যে মদন মিত্র সমস্ত প্রতিকূলতার পরেও নির্বাচনে এমন নেতৃত্ব দিয়ে জয়ী করেছিলেন যা গত ৭০ বছর ধরে কামারহাটির ইতিহাসে কখনও হয়নি। ঠিক আছে, আপনি, আপনার সমস্ত শক্তি দিয়ে তাঁকে অন্ধকারে রাখতে পারেন এবং জনগণকে বোকা মনে করতে পারেন। যে তারা সত্য ঘটনা কখনই জানবে না, তবে সত্য সামনে আসবে।” এরপরে তিনি লিখেছেন #JusticeWillPrevail।

আরও পড়ুন-হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন ফেসবুক পোস্ট মদনের, ধন্যবাদ জানালেন বিজেপি-সিবিআইকে!

কিছুক্ষণ আগে মদন মিত্রের অ্যাকাউন্ট থেকে দ্বিতীয় পোস্ট করে বলা হয়েছে, যিনি আগের পোস্টটি করেছেন তিনি মদন মিত্র নন। তাঁর পেজের অ্যাডমিন। মদন কাস্টোডিতে থাকায় তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ নেই। অফিসিয়াল পর্যবেক্ষক হিসাবে তাঁরা তাঁদের দায়িত্ব পালন করছেন। এই পোস্টগুলি অ্যাডমিনরা তাঁদের ফোন থেকে করছেন। মদন মিত্র নয়। অ্যাডমিনরা মদন মিত্রের ফলোয়ার্সদের সমস্ত আপডেট দিতে থাকবে। যাঁরা মদন মিত্রকে ভালোবাসেন। তাঁর জন্য প্রার্থনা করুন। তিনি খুব একটা সুস্থ নন। সিবিআই তাঁর পুরো পরিবারকে আঘাত করেছে।

উল্লেখ্য,অভিযুক্ত ৩ নেতা-মন্ত্রী এবং এক প্রাক্তন বিধায়ককে সোমবার সকালে গ্রেফতার করে নিজাম প্যালেসে নিয়ে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। পরে সন্ধেয় সিবিআই-এর বিশেষ আদালত অন্তর্বর্তীকালীন জামিন দেয় তাঁদের। কিন্তু রাতেই ওই জামিনের নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট।

Advt