বিজেপি ছাড়লেন দীপেন্দু বিশ্বাস, ফের তৃণমূলে যোগ দেবেন?

0
3

মাত্র কয়েকমাসের ব্যবধানে বিজেপি ছাড়লেন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। ই-মেলে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। তবে কি ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন তিনি? এ বিষয়ে আপাতত কিছু বলেননি দীপেন্দু।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ফুটবলার দীপেন্দুকে টিকিট দেয় তৃণমূল কংগ্রেস। বসিরহাট দক্ষিণ কেন্দ্র জয়ীও হন তিনি। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি ঘাসফুল শিবির। তারপরই ক্ষুব্ধ দীপেন্দু দল বদলে চলে গেলেন গেরুয়া শিবিরে। কিন্তু তাতেও কপাল খোলেনি। বিজেপিও টিকিট দেয়নি তাঁকে। কয়েকদিন ধরেই জল্পনা চলছিল তিনি বিজেপি ছাড়বেন। আর তাই হল। দিলীপ ঘোষ ও রাজ্য দফতরে নিজের পদত্যাগ পত্র পাঠালেন দীপেন্দু। দীপেন্দু বলেন, বিজেপির সঙ্গে তিনি সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন।

আরও পড়ুন-পুনর্বিবেচনার আর্জি নিয়ে আজই হাইকোর্টে চার মন্ত্রী-নেতা

এছাড়াও নারদ-কাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম এক বিধায়ক মদন মিত্র এবং তৃণমূলের এক প্রাক্তন বিধায়ককে সিবিআই গ্রেফতারি প্রসঙ্গে দীপেন্দু বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁদের গ্রেফতার করা হয়েছে।

Advt