রাজনীতি ছেড়ে ‘সর্বজয়া’ হয়ে মেগা ধারাবাহিকে দেবশ্রী

0
4

গত ১০ বছরে রুপোলি পর্দায় সেভাবে ‘দেবশ্রী ম্যাজিক’ দেখেননি দর্শকরা। বরং, টলিপাড়ার এই চিরসুন্দরী নায়িকাকে দেখা গিয়েছে রাজনীতির মঞ্চে। একুশের নির্বাচনের মুখে তৃণমূল ছেড়েছেন দেবশ্রী। সে সময়ই জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি অভিনয়ে ফিরতে চান। তেমনই হল। স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরে ফিরলেন তিনি। টেলি দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁদের প্রিয় নায়িকাকে ছোটপর্দায় দেখার জন্য। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে জি বাংলায় মুক্তি পেল ধারাবাহিক ‘সর্বজয়া’র প্রোমো।

সর্বজয়ায় নাম ভূমিকায় দেখা যাবে দেবশ্রী রায়কে। তাঁর স্বামীর চরিত্রে থাকবেন কুশল চক্রবর্তী। এ ছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে স্বাগতা মুখার্জি, মৌমিতা গুপ্ত, সুপ্রিয় দত্তকে। একজন নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। সর্বজয়ার প্রোমোতে দেবশ্রীর নাচের ঝলকও দর্শক দেখতে পেল। ‘লাল পাহাড়ির দেশে যা’, এই লোকগানের সঙ্গে তাল মেলালেন রায়দিঘীর প্রাক্তন বিধায়ক। শেষবার পরিচালক রেশমি ঘোষের ‘হঠাত্ দেখা’ (২০১৭) ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল দেবশ্রীকে। সূত্রের খবর জুন মাসেই সম্প্রচার শুরু হওয়ার কথা ছিল এই ধারাবাহিকের। তবে টেলিপাড়ায় শ্যুটিং বন্ধ থাকায়, সেই প্ল্যান কিছুটা পিছিয়ে যেতে পারে।

আরও পড়ুন- কলকাতার পর এবার ঘাটালেও কোভিড আক্রান্তদের জন্য কমিউনিটি কিচেন চালু করলেন দেব

আরও পড়ুন- এসএসকেএমে চিকিৎসাধীন নারদ কাণ্ডের তিন অভিযুক্ত, করা হবে ইকো কার্ডিওগ্রাফি

Advt