ফের দেশে করোনায় মৃত্যুর সংখ্যা নয়া রেকর্ড গড়ল, নিম্নমুখী সংক্রমণের গ্রাফ

0
2

মঙ্গলবারও অনেকটা কমল করোনা আক্রান্তের সংখ্যা। তবে ভারতে নয়া রেকর্ড গড়ল মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২৯ জনের। করোনার জেরে দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লক্ষ ৭৮ হাজার ৭১৯ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৬৩ হাজার ৫৫৩ জন। এই মূহুর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা পেরল আড়াই কোটি। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৫২ লক্ষ ২৮ হাজার ৯৯৬ জন। দেশজুড়ে চলছে টিকাকরণ কর্মসূচি। যদিও দেশ জুড়ে করোনা প্রতিরোধী ভ্যাকসিনের পর্যাপ্ত জোগান না থাকার অভিযোগ উঠেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ভ্যাকসিন পেয়েছেন ১৫ লক্ষ ২৬ হাজার ৬৮৯ জন। এ পর্যন্ত ভারতে মোট ভ্যাকসিন দেওয়া হয়েছে ১৮ কোটি ৪৪ লক্ষ।

আরও পড়ুন-সুশীলকে ধরিয়ে দিতে পারলেই এক লক্ষ টাকা, জানাল দিল্লি পুলিশ

মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাত, মধ্যপ্রদেশ, বিহার, কেরলের মতো রাজ্যগুলিতে সংক্রমণের গ্রাফ খানিকটা নিম্নমুখী হলেও তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশের সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। পশ্চিমবঙ্গেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩ জন। মৃত্যু হয়েছে ১৪৭ জনের।

Advt