বান্ধবীর জন‍্য বিসিসিআইয়ের কাছে সাহায্য চাইলেন ব‍্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা

0
1

বিসিসিআই প্রেসিডেন্ট (Bcci president ) সৌরভ গঙ্গোপাধ্যায়ের ( sourav ganguly) কাছে সাহায্য চাইলেন ব‍্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা( jwala gutta)। তবে নিজের জন‍্য নয়, তাঁর বান্ধবী ভারতীয় প্রাক্তন ক্রিকেটার শ্রাবন্তী নায়ডুর জন‍্য। শ্রাবন্তীর গোটা পরিবার করোনায় আক্রান্ত। তাঁর পরিবারের জন‍্য এবার সাহায্য চাইলেন জ্বালা।

এদিন জ্বালা টুইটারে লেখেন,” প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রাবন্তী নায়ডুর পরিবার করোনার সঙ্গে লড়াই করছে। এই মারন রোগের পিছনে ১৬ লক্ষ টাকা করছ করে ফেলেছে। এই মুহূর্তে তাঁর পরিবারকে বাঁচাতে টাকার প্রয়োজন। সবাই এগিয়ে আসুক। ”

জ্বালার এই টুইটারের পরেই এক ক্রীড়া সাংবাদিক লিখেছেন, “বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ এই বিষয়ে শ্রাবন্তী নায়ডুর পরিবারকে সাহায্য করতেই পারেন।” এরপরই মহারাজের দ্বারস্থ হন জ্বালা।

আরও পড়ুন:২০২২ সালে বাংলাদেশ সফর যেতে পারে ভারতীয় দল, সূত্র

Advt