একদিনে করোনা প্রাণ কেড়েছে ৫০ জন ডাক্তারের

0
3

দেশে লাগামহীন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২৯ জনের। দেশে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৭৮ হাজার ৭১৯। এই মূহুর্তে দেশে সক্রিয় করোনা আক্রন্তের সংখ্যা ৩৩ লক্ষ ৫৩ হাজার ৭৬৫। এই পরিস্থিতিতে মানুষের প্রাণ বাঁচাতে গিয়ে করোনায় আক্রান্ত হচ্ছেন ডাক্তাররা। মৃত্যুও হচ্ছে। গত রবিবার নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫০ জন ডাক্তার।

ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২৪৪ জন ডাক্তার। পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত বছর করোনার ছোবলে প্রাণ হারিয়েছিলেন ৭৩৬ জন ডাক্তার। কেন্দ্রের তথ্য অনুযায়ী, বিহারে ডাক্তারদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। তারপরে রয়েছে উত্তরপ্রদেশ এবং দিল্লি।

আরও পড়ুন-৪ নেতা-মন্ত্রীর তরফে রায় পুনর্বিবেচনার আর্জি গ্রহণ হাইকোর্টে, বুধবার শুনানি

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন,গত রবিবার মৃত চিকিৎসকদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট আনাস মুজাহিদ। বয়স মাত্র ২৫ বছর। করোনা প্রাণ কেড়েছে তাঁর। নয়াদিল্লির গুরু তেজ বাহাদুর হাসপাতালের জুনিয়র আবাসিক চিকিৎসক ছিলেন আনাস। কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় তাঁর। প্রবীণতম হিসাবে করোনার বলি বিশাখাপত্তনমের এস সত্যমূর্তি। ইএনটি বিভাগের অধ্যাপক ৯০ বছর বয়সে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তিনি।

Advt