‘শুভেন্দু-মুকুল গ্রেফতার নয় কেন?’ এ প্রশ্নে রহস্যজনকভাবে নীরব বিজেপি নেতারা

0
1

নারদ-কাণ্ডে ফিরহাদ হাকিম,সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, ও শোভন চট্টোপাধ্যায়কে CBI গ্রেফতার করার পর তৃণমূল প্রশ্ন তুলেছে, কেন গ্রেফতার করা হবে না বিজেপির দুই বিধায়ক শুভেন্দু অধিকারী ও মুকুল রায়কে?

আরও পড়ুন-মোদি একজন ‘উলঙ্গ রাজা’, তোপ দেগে গেরুয়ার চক্ষুশূল কবি

 

একই মামলায় অভিযুক্ত দুই বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ও মুকুল রায়কে গ্রেফতার না করার বিষয়ে রাজ্য বিজেপির নেতারা এখনও রহস্যজনকভাবে নীরব৷ প্রকাশ্যে রাজ্য বিজেপি-র কোনও নেতাই তৃণমূলের তোলা প্রশ্নের জবাব দিচ্ছেন না। সোমবার সকালের দিকে বিজেপির কেউই ৪ জনের গ্রেফতারি নিয়ে মুখ খুলতে রাজি হননি। পরে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা বলেছেন, ‘‘আদালতের নির্দেশে CBI তদন্ত করছে। তথ্যপ্রমাণ অনুযায়ী যাকে গ্রেফতার করা দরকার, তাকে গ্রেফতার করেছে। আমাদের কিছু বলার নেই।’’ শুভেন্দু-মুকুলকে গ্রেফতার না করা নিয়ে যে অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গে রাহুল বলেন, ‘‘এটা CBI-এর বিষয়। এর মধ্যে বিজেপি নেই।’’

Advt