করোনা-কারণে ৪ জনকে সশরীরে আদালতে পেশ না করে পেপার প্রোডাকশনের সম্ভাবনা

0
1

কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে অভিযুক্ত চারজন, ফিরহাদ হাকিম,
সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে আদালতে সশরীরে নাও পেশ করা হতে পারে। সেক্ষেত্রে তাঁদের পেপার প্রোডাকশন হতে পারে৷

আরও পড়ুন-‘শুভেন্দু তো আমার কাছ থেকে টাকা নিয়েছেন, গ্রেফতার নয় কেন?’ প্রশ্ন ম্যাথু স্যামুয়েলের

ওদিকে ব্যাঙ্কশাল কোর্টে পৌঁছে গিয়েছেন আইনমন্ত্রী মলয় ঘটক।ব্যাঙ্কশাল কোর্টে পৌঁছে গিয়েছে CBI-র তদন্তকারী দলও। CBI আজই এই ৪জনের বিরুদ্ধে নারদ- মামলায় চার্জশিট পেশ করবে ব্যাঙ্কশাল কোর্টে৷

Advt