নারদা নিয়ে গ্রেফতার পর্বের মাঝেই সোমবার রাজ্য মন্ত্রিসভার সংক্ষিপ্ত বৈঠক হয়। নবান্নে এই বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাশ হয়…
১. রাজ্যে বিধানপরিষদ গঠন করা হবে। এ নিয়ে যে যে আইনি পদক্ষেপ করার প্রয়োজন হবে তা করা হবে। প্রসঙ্গত ১৯৬৯ সালে বিধানপরিষদ রাজ্যে অবলুপ্ত হয়। অর্থাৎ ৫২ বছর পর বিধানসভার উচ্চকক্ষ ফিরে আসছে
২. রাজ্যে যে কোনও নিয়োগের প্রশ্নে সুনির্দিষ্ট নীতি গ্রহণ করা হবে। এ ব্যাপারে বিশেষজ্ঞরা যথাযথ পদক্ষেপ করবেন
৩. কোভিড মহামারীর কথা মাথায় রেখে বিশেষ টানেলের ব্যবস্থা
এই প্রস্তাব প্রথমে রাজ্যপালের কাছে পাঠানো হবে। রাজ্যপাল পাশ করলে তা বিধানসভায় পেশ করা হবে৷ বিধনসভায় পাশ হলে আইনে পরিণত হবে।