‘শুভেন্দু তো আমার কাছ থেকে টাকা নিয়েছেন, গ্রেফতার নয় কেন?’ প্রশ্ন ম্যাথু স্যামুয়েলের

0
1

“শুভেন্দু অধিকারী তো নিজে আমার কাছ থেকে টাকা নিয়েছেন। সে সব রেকর্ডও করা আছে। তাহলে তাঁকেও কেন গ্রেফতার করা হল না? সবার জন্যই এক দৃষ্টিভঙ্গি হওয়া দরকার। ”

নারদ-মামলায় CBI সোমবার ফিরহাদ হাকিম,সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর মুখ খুলে এই কথাই বলেছেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল৷

আরও পড়ুন-আমাকেও গ্রেফতার করুন, সিবিআই কর্তাদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

স্যামুয়েল বলেছেন, “আজ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে শুভেন্দু অধিকারীও তো আমার থেকে টাকা নিয়েছেন। সেটা রেকর্ড করাও হয়েছে। তাহলে তাঁকে গ্রেফতার করা হল না কেন? সবার জন্যই এক বিচার হওয়া দরকার।”

Advt