কোচবিহারঃ শীতলকুচি কান্ডের পুনর্নির্মাণ করল সিআইডি৷ সোমবার সকালেই জোড়পাটকি স্কুলের সেই ঘটনাস্থলে আসে সিআইডি দল। সিআইডির ডিআইজি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ চারজনের প্রতিনিধিদল এসেছিল। শীতলকুচিতে এসে গ্রামের প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে সিআইডি দল৷ চতুর্থ দফায় নির্বাচনের দিন শীতলকুচি জোড়পাটকি স্কুলে নিহত হয়েছিলেন চার জন গ্রামবাসী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের গুলিতে এই চার জন নিহত হয় বলে অভিযোগ ওঠে। শীতলকুচি ৫/১২৬ বুথে ১০ এপ্রিল নির্বাচনের দিন ঘটনা কীভাবে ঘটল, চার সদস্যের প্রতিনিধি দল এই ঘটনাস্থলে এসে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন। এছাড়াও ঘটনাস্থলের ছবি সংগ্রহ করা হয়েছে। সিআইডির এই প্রতিনিধিদলের ডিআইজি কল্যাণ মুখোপাধ্যায় আজ শীতলকুচিতে বলেছেন, সাধারণ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন তারা৷