স্থিতিশীল কবি জয় গোস্বামী, কমেছে জ্বর

0
1

অনেকটাই ভালো আছেন কবি জয় গোস্বামী৷ সোমবার হাসপাতালসূত্রে খবর, তাঁর জ্বর কমেছে৷ কথাবার্তাও স্বাভাবিকভাবেই বলছেন৷ ওদিকে জ্বরের কারনে জয় গোস্বামী’র স্ত্রী কাবেরী গোস্বামীকেও রবিবার রাতে আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁর করোনা পরীক্ষার প্রথম রিপোর্ট নেগেটিভ আসার পর সোমবার ফের RTPCR পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে৷  রবিবার প্রবল জ্বরের কারনে কবিকে আইডি হাসপাতালে ভর্তি করা হয়৷ পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে৷ তবে ইতিমধ্যেই ভ্যাকসিনের দু’টি ডোজই তিনি পেয়েছেন৷  জয় গোস্বামী দীর্ঘদিন ধরেই নানাধরনের শারীরিক অসুস্থতায় ভুগছেন৷ হঠাৎই প্রবল জ্বরে আক্রান্ত হতেই তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে রবিবার রাতেই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকরা তাঁর স্বাস্থ্যের দিকে সতর্ক ভাবেই নজর রাখছেন৷