রাজ্যপাল অনুমতি দিয়েছিলেন তাই গ্রেফতার করা হয়েছে, বিবৃতি দিয়ে জানালো সিবিআই

0
1

নারদ কান্ডে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম(firhad Hakim), সুব্রত মুখোপাধ্যায়ের(Subrata Mukherjee) পাশাপাশি মদন মিত্র (Madan Mitra) ও শোভন চট্টোপাধ্যায়ের(sovan Chatterjee) গ্রেপ্তারের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। অবশেষে এই গ্রেফতারের ঘটনায় সোমবার দুপুরে সংবাদমাধ্যমকে বিবৃতি দিল সিবিআই(CBI)। জানিয়ে দেওয়া হয়েছে, নারদ কান্ডে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালানোর জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল(governor) জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। গত ৭ মে সিবিআইকে এই অনুমতি দেন রাজ্যপাল। রাজ্যপালের অনুমতির ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে শাসকদলের নেতা-মন্ত্রীদের।

সিবিআইয়ের তরফে দাওয়া প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও দুর্নীতি দমন শাখা তোমার রাজ্যের চার নেতা মন্ত্রীকে গ্রেফতার করেছে। তাদের আদালতে পেশ করা হবে। গ্রেফতারির কারণ হিসেবে জানানো হয়, নারদ স্টিং অপারেশনে একাধিক জনপ্রতিনিধিকে বেআইনি ভাবে টাকা নিতে দেখা গিয়েছে। তদন্তের পর এঁদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালানোর জন্য অনুমতি চাওয়া হয়েছিল রাজ্যপালের কাছে। গত ৭ মে সেই বিষয়ে অনুমতি দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তারই ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট জমা করার পাশাপাশি তদন্ত প্রক্রিয়াও চলবে।

আরও পড়ুন:‘শুভেন্দু-মুকুল গ্রেফতার নয় কেন?’ এ প্রশ্নে রহস্যজনকভাবে নীরব বিজেপি নেতারা

উল্লেখ্য, সোমবার সকালে নারদ মামলায় করে নিজাম প্যালেসে আনা হয় রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্র ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতায় প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। সিবিআই এর তরফ এ তখনো গ্রেফতারের কথা স্বীকার করা হয়নি। যদিও ফিরহাদ হাকিম জানিয়ে দেন গ্রেফতার করা হয়েছে তাকে। এরপরই নিজাম প্যালেস পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি নিজের দেশের বাইরে ভিড় জমান তৃণমূলের প্রচুর সমর্থক। জোরদার করা হয় ওই এলাকার নিরাপত্তা। এরপর দুপুর বারোটা নাগাদবিবৃতি দিয়ে সিবিআইয়ের তরফে জানানো হলো গ্রেফতার করা হয়েছে ওই ৪ জনপ্রতিনিধিকে।

Advt