সুব্রত, ফিরহাদ, মদনের হয়ে সওয়াল করতে গিয়ে শেষে সিবিআইয়ের কৌসুলি গায়ে হাত তুললেন তিন বিধায়কের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশনামা হাতে নিয়ে সোমবার সন্ধ্যায় কল্যাণ জানান, আমি ও আমার জুনিয়ররা ছিলাম। কথা বলছিলাম সিবিআইয়ের ডিআইজির সঙ্গে। হঠাৎ দেখি কেউ একজন ভিডিও করছে। আমি তাকে বন্ধ করতে বলি ও ডিলিট করতে বলি। যিনি ভিডিও করছিলেন তিনি ডিলিট করতে যাবেন, এমন সময় সিবিআইয়ের আইনজীবী ঝাঁপিয়ে পড়ে তা আটকাতে যান। আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। আমি অবাক। এমন কাজ কেউ করতে পারে? গায়ে হাত দিতে পারে? অবাক সিবিআইয়ের ডিআইজিও। তিনি সুভদ্র মানুষ। কিন্তু আমি বার অ্যাসোসিয়েশনকে অনুরোধ করেছি বিষয়টি দেখতে। এমন হেনস্তা হওয়ার অভিজ্ঞতা আমার প্রথম।
আইনজীবী মহলও বিষয়টি নিয়ে সরগরম।