নারদ-মামলা অন্য রাজ্যে নিতে রাতেই হাইকোর্টে আবেদন CBI-এর

0
1

বিতর্কিত নারদ-মামলা পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনও রাজ্যে নিয়ে যাওয়ার আবেদন জানিয়ে সোমবার রাতেই CBI হাইকোর্টে পা রেখেছে৷

চার নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সোমবারের যাবতীয় ঘটনা এবং অশান্তির কথা উল্লেখ করে CBI এই মামলা অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আবেদন জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চে আবেদন জানিয়েছে। সূত্রের খবর, তিনি বাড়ি থেকেই ভিডিও কনফারেন্সে এই মামলা শুনছেন৷
তবে, জামিন পাওয়া ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের আবেদন CBI জানায়নি, যদিও এমন কথাই শোনা গিয়েছিলো৷
CBI এখন মামলাটি অন্য রাজ্যে সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছে।
CBI সোমবার রাতেই হাইকোর্টে এক অভিযোগ পত্র পেশ করে বলেছে,
নারদ-মামলায় ৪ জনকে গ্রেফতারের পরে শহর ও রাজ্যজুড়ে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে এখানে মামলা চালিয়ে যাওয়া সম্ভব নয়৷ নিজাম প্যালেস এলাকায় যেখানে CBI-এর দফতর, সেখানেও বিশৃঙ্খলা তৈরি হয়েছিলো৷ এর পর আর এ রাজ্যে মামলার শুনানি চালানো সম্ভব নয়৷

এই আর্জির ভার্চুয়াল শুনানি এখন চলছে৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এই মামলাটি এখন শুনছেন৷
প্রসঙ্গত, এ দিনই ধৃত ৪ নেতাকে CBI জেল হেফাজতে চাইলেও সেই আবেদন খারিজ করে দেয় CBI-এর বিশেষ আদালত৷ CBI এর ফলে বিপাকে পড়ে৷ ব্যাকফুটে চলে যায়। এ বার গোটা মামলাটাই অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে৷