আমাকেও গ্রেফতার করুন, সিবিআই কর্তাদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

0
2

সিবিআই দফতরে গিয়ে মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ, বেআইনি এই গ্রেফতার। পারলে আমাকেও গ্রেফতার করুক সিবিআই। যতক্ষণ না এই বেআইনি গ্রেফতার ফিরিয়ে নেওয়া হচ্ছে, ততক্ষণ আমি সরব না এখান থেকে। সিবিআই দফতরে মুখ্যমন্ত্রীর এই অবস্থানে ধুন্ধুমার, চরম উত্তেজনা। অভাবনীয় পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর রনংদেহি মূর্তি দেখে কার্যত কিংকর্তব্যবিমূঢ় সিবিআই কর্তারা। ঘটনার বর্ণনা দিয়েছেন আইনজীবী অনিন্দ্য রাউত। মুখ্যমন্ত্রী রয়েছেন নিজাম প্যালেসের ১৫তলায়।

আরও পড়ুন-রাজ্যপালের অনুমতির দিনেই গ্রেফতারের চিত্রনাট্য তৈরি হয়ে যায়

মুখ্যমন্ত্রীর সিবিআই দফতরে চলে আসার পর নিজাম প্যালেসে দেখা গিয়েছে শোভনপত্নী রত্না চট্টোপাধ্যায়কেও। মুখ্যমন্ত্রী সিবিআই দফতরে ডিআইজির ঘরে বসে রয়েছেন। আর সে নিয়ে এর আগে রাজীব কুমার পর্বের ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে। দুপুর ১২টা পর্যন্ত চারজনকে নিয়ে কোর্টে বেরতে পারেনি সিবিআই। প্রত্যেকেই রয়েছেন আলাদা ঘরে। প্রত্যেকের আইনজীবী এসেছেন। সুব্রত মুখোপাধ্যায়ের আইনজীবী হিসাবে গিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Advt