রাজ্যের বিধিনিষেধ মেনে বন্ধ হল বিশ্বভারতী, খোলা জরুরি পরিষেবা

0
3

করোনার দ্বিতীয় ঢেউয়ে বন্ধ হল বিশ্বভারতীর গেটও। রাজ্য সরকারের কথামত রবিবার থেকে ৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ভবন, কার্যালয় ও অন্যান্য বিভাগীয় কাজ। এমনকি বন্ধ থাকবে প্রশাসনিক জয়ায়েতও। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলে রবিবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে।

এদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত বিবৃতিতে বিভাগীয় কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশ্বভারতীর পিয়ার্সন হাসপাতালের সমস্ত কাজকর্ম চলবে বলে জানানো হয়েছে। এমনকি, অ্যাম্বুলেন্স, বিদ্যুৎ ,স্বাস্থ্য, জল, ইন্টারনেটের মতো জরুরি পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে করোনা সুরক্ষাবিধি মেনে কাজ করতে হবে। মাস্ক, স্যানিটাইজার ও সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে। এছাড়া অনলাইনেই পঠনপাঠানের কাজ চলবে বলে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষের তরফে। সেইসঙ্গে এও বলা হয়েছে , এই ১৫ দিন কোনওরকম জমায়েত করা চলবে না।

Advt