১৭ মে থেকে সম্পূর্ণ লকডাউন সিকিমে, আজ হাট-বাজারে ঠাসাঠাসি ভিড়

0
6

লকডাউন শুরুর প্রাক্কালে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে ভিড় উপচে পড়ল সিকিমের নানা এলাকায়। রবিবার সকাল থেকে সিকিমের নানা বাজারে ঠাসাঠাসি ভিড়। কোভিড-১৯ বিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রাখা কিংবা মাস্ক পরা, কোনটাই অনেকে মানেননি। জনতার ভিড় সামাল দিতে পুলিশও হিমশিম খায়।

সরকারি সূত্রের খবর,সোমবার থেকে সম্পূর্ণ লকডাউন হচ্ছে সিকিমে। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলে জানিয়েছেন, ১৭ মে থেকে ২৪ মে অবধি পুরোপুরি লকডাউন হচ্ছে সিকিমে। সিকিমে কোভিড সংক্রমণ বাড়তে থাকায় পুরোপুরি লকডাউন করার সিদ্ধান্ত হয়েছে। সাত দিন লকডাউনের পরে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে সিকিম সরকার।

আরও পড়ুন-ঘূর্ণিঝড় টাউকটের জেরে বিপর্যস্ত গোয়ার উপকূল, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে অমিত শাহ

গত বছর কোভিড সংক্রমণের সময়ে সিকিম দীর্ঘদিন লকডাউন ছিল। তাতে গত বছরের পর্যটন ব্যবসা মার খেয়েছে। এবারও গ্রীষ্মের ভরা মরসুমে করোনার সংক্রমণ বাড়তে থাকায় সেই ক্ষতির বহর বেড়ে গিয়েছে। সিকিমের পর্যটন ব্যবসায়ীরা রাজ্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছে।

Advt