টিকা কিনতে গ্লোবাল টেন্ডার ডাকার সিদ্ধান্ত রাজ্যের

0
4

কোভিড সংক্রমণে মৃত্যু কমাতে দ্রুত টিকাকরণ কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে চাইছে রাজ্য সরকার।
মোদি সরকারের ওপর ভরসা রাখছে না রাজ্য সরকার। এমনকি শুধুমাত্র দেশীয় টিকা উৎপাদন সংস্থাগুলির ওপরও আর ভরসা রাখছে রাজ্য ।  এর জন্য গ্লোবাল টেন্ডার ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যেখানে অংশ নিতে পারবে দেশবিদেশের টিকা উৎপাদন সংস্থাগুলি। তাঁদের কাছ থেকেই প্রয়োজনীয় টিকা কিনবে রাজ্য। তারপর তা বিনামূল্যে দেওয়া হবে রাজ্যবাসীকে।

মুখ্যমন্ত্রী গত বছর থেকেই বার বার জানিয়ে আসছেন রাজ্যের সব বাসিন্দাকেই বিনামূল্যে টিকা দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি বজায় রাখতে বদ্ধপরিকর তিনি ।

দেশের সংস্থাগুলি টিকা উৎপাদন শুরুর আগেই গতবছর থেকেই রাজ্য সরকার কেন্দ্রের মোদি সরকারের কাছ থেকে অনুমতি চাইছিল যাতে সরাসরি দেশ বিদেশের সংস্থাগুলির কাছ থেকে রাজ্য সরকার টিকা কিনে নিতে পারে। কিন্তু কিছুতেই সেই অনুমতি দেয়নি মোদি সরকার।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ২-১ দিনের মধ্যেই রাজ্য সরকার গ্লোবাল টেন্ডার ডাকবে টিকা কেনার জন্য। সেই টেন্ডারে যে সব টিকা উৎপাদন সংস্থাগুলি অংশ নেবে তাঁদের কাছে রাজ্য সরকার জিজ্ঞাসা করবে তাঁরা কত দামে রাজ্য সরকারকে কত টিকা সরবরাহ করতে পারবে। সেই তথ্য হাতে এলেই রাজ্য সরকার ঠিক করবে কোন সংস্থার কাছ থেকে কত টিকা কেনা হবে। তবে বিশেষজ্ঞদের মত, এই টিকা নিলেই যে কোভিড হবে না, তা বলা যাচ্ছে না , সংক্রমণে মৃত্যুর হার কমবে।

Advt