‘আমাকেও গ্রেফতার করুন’, টুইটারে সরব হলেন রাহুল গান্ধী

0
1

নরেন্দ্র মোদির সমালোচনা করে দিল্লিতে পোস্টার (Covid poster) লাগানোয় ১৭ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। আর ওই গ্রেফতারির প্রতিবাদে সরব হলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। টুইটারে কংগ্রেস সাংসদ লিখেছেন “আমাকেও গ্রেফতার করুন”(arrest me too)৷

পাশাপাশি নিজের টুইটার হ্যাণ্ডেলে রাহুল গান্ধী ছবির বদলে কালো ব্যাকগ্রাউন্ডে লিখেছেন, “মোদিজি, আমাদের দেশের বাচ্চাদের জন্য চিহ্নিত ভ্যাকসিন কি বিদেশে পাঠিয়েছেন?” এর সঙ্গেই টুইটে রাহুল গান্ধী হিন্দি ও ইংরেজিতে লিখেছেন, “আমাকেও গ্রেফতার করুন”।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। ওদিকে, এই পরিস্থিতিতেই মোদি সরকার টিকা বিদেশে পাঠিয়েছে, আর তা নিয়ে চলছে তুমুল সমালোচনা।

এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সমালোচনা করে পোস্টার লাগানোর ঘটনায় কমপক্ষে ১৭ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ৷ ওদিকে পোস্টার নিয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, পোস্টার সম্পর্কিত ঘটনায় ১৮৮ ধারা অনুযায়ী, ২১টি মামলা নথিভুক্ত করা হয়েছে৷ এই সম্পর্কিত ঘটনায় যদি আরও অভিযোগ আসে তবে FIR-এর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। দিল্লির বিভিন্ন জায়গায় যে পোস্টার লাগানো হয়েছিল তাতে লেখা ছিল, “মোদিজি আমাদের বাচ্চাদের ভ্যাকসিন কেন বিদেশে পাঠিয়ে দিয়েছেন?” পোস্টারের ওই লেখাই কালো ব্যাকগ্রাউন্ডে টুইটারে শেয়ার করেছেন রাহুল গান্ধী ৷

আরও পড়ুন- অক্সিজেন-রেমডেসিভির থেকে ১০০ টাকার দেশি, কালোবাজারির বিরুদ্ধে সরব মদন

Advt