মালদহে কার্যত-লকডাউন বিধি ভাঙলেই ব্যবস্থা নিচ্ছে পুলিশ

0
1

কার্যত-লকডাউনের প্রথম দিন রবিবার সকাল থেকেই মালদহের রাস্তায় দেখা গেল পুলিশকে। সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় বেড়ানোর অভিযোগে শহরের ফোয়ারা মোড় থেকে বেশ কয়েকটি টোটো আটক করে ইংরেজবাজার থানার পুলিশ। তার পাশাপাশি দশটার পর ও দোকানপাট খোলা থাকায় তা বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন-করোনা পরিস্থিতিতে একই দিনে বন্ধ করে দেওয়া হল কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দির

গণপরিবহন ৩০ মে পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয় যাত্রীদের। মালদহ শহরের রথবাড়ি এলাকায় ধরা পড়লো সেই ছবি। যেখানে দেখা গেল কেউ যাবেন রায়গঞ্জ কেউ যাবেন শিলিগুড়ি। কিন্তু লকডাউনের জেরে রাস্তায় গাড়ি না থাকায় পায়ে হেঁটেই গন্তব্যস্থলের দিকে রওনা দিচ্ছেন তাঁরা।

Advt