করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা দেশ। আক্রান্ত বহু মানুষ। চলছে লকডাউন। অন্যদিকে ভোটপর্ব মিটতেই লাগাতার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। রবিবারও একধাক্কায় জ্বালানির দাম খানিকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। ভোটের পর এই নিয়ে পর পর ৯ বার পেট্রোল-ডিজেলের দাম বাড়ল।
করোনা পরিস্থিতিতে জ্বালানির দাম বাড়ায় নয়া রেকর্ড গড়ছে পেট্রোল-ডিজেলের। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থানের বেশ কিছু শহরে পেট্রোলের দাম বৃদ্ধির ফলে সেঞ্চুরির গণ্ডি পেরিয়েছে। এমনকি কলকাতাতেও লাগাতার বৃদ্ধির জেরে প্রতি লিটারে পেট্রোলের দাম ৯২ টাকা ৬৭ পয়সা হয়েছে। যা সর্বকালের রেকর্ড।
রবিবার সকালে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ২৪ পয়সা বেড়েছে। ডিজেলের দাম লিটার প্রতি ২৭ পয়সা বেড়ে হয়েছে ৮৬ টাকা ৬ পয়সা। শুধু কলকাতাতেই নয়, মুম্বইত ও দিল্লিতেও পেট্রোলের-ডিজেলের দাম বেড়েছে। রবিবার মুম্বইতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ৯৮.৮৮ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৯০ টাকা ৪৮ পয়সা। রাজধানী দিল্লিতেও পেট্রোলের দাম ২৪ পয়সা বেড়েছে। লিটার প্রতি দিল্লিতে পেট্রোলের দাম হয়েছে ৯২.৫৮ টাকা।