এফএ কাপ চ‍্যাম্পিয়ন লেস্টার সিটি

0
2

এফএ কাপ( FA Cup)  চ‍্যাম্পিয়ন হল লেস্টার সিটি( Leicester City) ফাইনালে তারা হারাল চেলসিকে( chelsea)। ম‍্যাচের ফলাফল ১-০। প্রথম বার এই খেতাব জিতল লেস্টার সিটি।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় দু’দল। ম‍্যাচের প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা। ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় লেস্টার সিটি। ম‍্যাচের ৬৩ মিনিটে লেস্টারের হয়ে একমাত্র গোলটি করেন টিলেমান্স। এরপর পাল্টা আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হন ওয়েনার, কান্তেরা।

শনিবার রাতে ফাইনাল দেখার জন্য মাঠে হাজির ছিলেন ২১ হাজার দর্শক। তাঁদের সামনেই ইতিহাস গড়ল লেস্টার সিটি।

আরও পড়ুন:লা লিগা শেষ হলেই রিয়াল মাদ্রিদ ছাড়তে চলেছেন জিদান, দাবি স্প্যানিশ মিডিয়ার

Advt