ফের শুরু কলকাতা পুলিশের ই-পাস, কীভাবে আবেদন করবেন দেখে নিন

0
1

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাজ্যে কড়া বিধি-নিষেধ জারি করেছে নবান্ন। রবিবার থেকে আগামী ৩০ মে পর্যন্ত রাজ্যে কার্যত লকডাউন জারি করেছে নবান্ন। পাশাপাশি করোনা বিধি না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও ঘোষণা করা হয়েছে। তাহলে আপৎকালীন প্রয়োজনে কীভাবে বাইরে বের হতে পারবেন? এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। সেই ধন্দ দুর করতে গত বছরের মতো এবারও ‘ই-পাস’ চালু করল কলকাতা পুলিশ। অনলাইনে সেই পাসের জন্য আবেদন জানাতে হবে। নির্দিষ্ট তথ্য দেওয়ার পর মিলবে ই-পাস।

গতবছর প্রথম ঢেউ-এ মিলেছিল কলকাতা পুলিশের ই-পাস। শুধুমাত্র জরুরি পরিষেবা ও অনলাইন সার্ভিসের ক্ষেত্রেই মিলবে এই পাস। শনিবার কলকাতা পুলিশের তরফে একটি টুইট করে এই সংক্রান্ত যাবতীয় তথ্য জানানো হয়। কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে জরুরি পরিষেবা এবং অনলাইন ডেলিভারি সঙ্গে যুক্ত গাড়ি চলাচলের জন্য ই পাস পরিষেবা চালু করা হয়েছে।

কলকাতা পুলিশের ওয়েবসাইটে গিয়ে বেশ কিছু তথ্য দিলেই মিলবে ই-পাস। গতবছর পাস যেভাবে বেশ কিছু তথ্যের উপর নির্ভর করে দেওয়া হয়েছিল,  এইবছর ও একইভাবে মিলবে কলকাতা পুলিশের ই-পাস।

কীভাবে ই-পাসের আবেদন করবেন, দেখে নিন –

আরও পড়ুন- করোনার টিকা তৈরিতে ‘আপ টু দ্য মার্ক’ পেলো একটি সংস্থা, তবে বাংলাদেশের আগ্রহ চিনা ভ্যাকসিনে

Advt