দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, মৃত্যু লাগামহীন, সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ লক্ষের বেশি

0
3

ভারতে করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও মৃত্যুর সংখ্যা লাগামহীন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১১ হাজার ১৭০ জন। এই মূহুর্তে দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৪৬ লক্ষ ৮৪ হাজার ৭৭। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৭ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৭০ হাজার ২৮৪ জনের। ভারতে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ লক্ষ ১৮ হাজার ৪৫৮ জন।

আরও পড়ুন-প্রয়াত কংগ্রেস নেতা রাজীব সাতভ, ‘বড় ক্ষতি’ বললেন রাহুল গান্ধী

করোনাকে হারিয়ে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৬২ হাজার ৪৩৭জন। এখনও পর্যন্ত দেশে করোনামুক্ত হয়েছেন ২ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৩৩৫ জন। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৮লক্ষ ৩২ হাজার ৯৫০ জনের। ১৫ মে পর্যন্ত ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এ নমুনা পরীক্ষা হয়েছে ৩১,৪৮,৫০,১৪৩। ১৫ মে পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে ১৮,২২,২০,১৬৪ জনের। গতকাল টিকা পেয়েছেন ১৭ লক্ষ ৩৩ হাজার ২৩২ জন।

Advt