কার্যত-লকডাউনে হিলকার্ট রোডে অবস্থান করায় শিলিগুড়িতে গ্রেফতার ৩ বিজেপি বিধায়ক

0
1

কার্যত-লকডাউনের মধ্যে শিলিগুড়ি শহরের প্রাণকেন্দ্র হাসমি চকে অবস্থানে বসায় বিজেপির ৩ জন বিধায়ককে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ধৃতরা হলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন ও ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়।

পুলিশ জানিয়েছে, লকডাউনে যাবতীয় রাজনৈতিক জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তা সত্ত্বেও হাসমি চকে ওই তিনজন অবস্থানে বসায় ভিড় হয়ে যায়। বহুবার অনুরোধ করা সত্ত্বেও ওই তিনজন বিধায়ক অবস্থান থেকে উঠতে রাজি হননি। তাই তাঁদের গ্রেফতার করে থানায় নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন-মালদহে কার্যত-লকডাউন বিধি ভাঙলেই ব্যবস্থা নিচ্ছে পুলিশ

যদিও বিজেপির শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের দাবি, তাঁরা রাজনৈতিক কর্মীর পরিচয়ে, বিধায়ক হিসেবে প্রশাসনের কাছে কোনও বক্তব্য জানানোর সুবিধা না পেয়ে জনতার দরবারে বসেছিলেন। বিজেপি বিধায়কের অভিযোগ, জনপ্রতিনিধিদের কণ্ঠরোধ করে পুলিশ মানুষের রায়কে অসম্মান করেছে। বিজেপি বিধায়কদের অভিযোগ, শিলিগুড়ি ও লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ির বাসিন্দারা করোনা হলে সরকারি চিকিৎসার সুযোগ ঠিকঠাক পাচ্ছেন না এবং বেসরকারি চিকিৎসার ক্ষেত্রে মাত্রাতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। সেই ব্যাপারে প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাঁদের আমল দেওয়া হচ্ছে না বলে তিন বিধায়কের অভিযোগ।

এই অবস্থায় এদিন সকালে তিন বিধায়ক দলের শিলিগুড়ির সদর দফতরের কাছে হাসমি চকে হিলকার্ট রোডের ধারে বসে পড়েন। তা দেখে সেখানে ভিড় শুরু হয়। গোড়ায় পুলিশ গিয়ে লকডাউনে রাজনৈতিক জমায়েত না করার অনুরোধ জানালেও তিনজন বিধায়ক অবস্থান থেকে উঠতে রাজি হননি।

Advt