ইংল‍্যান্ড সফরের জন‍্য ঘোষণা করা হল ভারতীয় মহিলা ক্রিকেট দল

0
1

ইংল‍্যান্ড (england) সফরের জন‍্য ঘোষণা করা হল ভারতীয় মহিলা ক্রিকেট ( india team) দল। দলে প্রথমবার সুযোগ পেলেন ঝাড়খন্ডের উইকেটকিপার ব‍্যাটসম‍্যান ইন্দ্রানী রায়।

ইংল‍্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল। তার জন‍্য দলে বেশ পরিবর্তন করল নির্বাচক কমিটি। তিন ফর্মাটেই দলে ক‍্যামব‍্যাক করলেন শেফালি ভর্মা এবং শিখা পান্ডে। চোটের কারণে দল থেকে বাঁদ পড়লেন রাজেশ্বরী গায়কোয়াড়। টেস্ট এবং একদিনের ক্রিকেটে দলকে নেতৃত্ব দেবেন মিতালি রাজ। টি-২০ দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর।

একনজরে দেখে নেওয়া যাক, ইংল‍্যান্ডের বিরুদ্ধে টেস্ট এবং একদিনের দল : মিতালি রাজ ( অধিনায়ক ), স্মৃতি মান্দনা, হরমনপ্রীত কৌর ( সহ অধিনায়ক ),  পুনম রাউত, প্রিয়া পুনিয়া, দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগেজ, শেফালি ভর্মা, স্নেহা রানা, তানিয়া ভাটিয়া, ইন্দ্রানী রায়, ঝুলন গোস্বামী, শিখা পান্ডে, পুজা বস্ত্রকার, অরুন্ধুতী রেড্ডি, পুনম যাদব, একতা বিস্ত, রাধা যাদব।

একনজরে দেখে নেওয়া যাক, ইংল‍্যান্ডের বিরুদ্ধে টি-২০ দল : হরমনপ্রীত কৌর ( অধিনায়ক ), স্মৃতি মান্দনা ( সহ অধিনায়ক ), দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগেজ, শেফালি ভর্মা, রিচা ঘোষ, হারলিন দেওয়াল, স্নেহা রানা, তানিয়া ভাটিয়া, ইন্দ্রানী রায়, শিখা পান্ডে, পুজা বস্ত্রকার, অরুন্ধুতী রেড্ডি, পুনম যাদব, একতা বিস্ত, রাধা যাদব, সিমরন দিল বাহাদুর।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt