এবার সম্পূর্ণ লকডাউনের পথে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য সিকিম

0
2

করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ে (Second Wave) আছড়ে পড়ছে গোটা দেশজুড়ে। প্রতিদিনই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। লাফিয়ে বাড়ছে মৃত্যু। এই ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলায় এবার পূর্ণাঙ্গ লকডাউনের (Lockdown) পথে হাঁটল উত্তর-পূর্বের (North-East) পাহাড়ি রাজ্য সিকিম (Sikkim)। আগামী ১৭ মে থেকে ২৪ মে পর্যন্ত দেশের অন্যতম সেরা এই পর্যটন রাজ্যে (Tourism State) জারি থাকবে লকডাউন।

সিকিম প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউন পর্বে বন্ধ থাকবে রেশন দোকান, ব্যবসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, রাজ্য সরকারের অফিস, সরকারি সংস্থা, জিম, মার্কেট এবং সমস্ত কারখানা। দুধের দোকান খোলা থাকবে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত। এছাড়া ওষুধ, চিকিৎসার সরঞ্জাম, অক্সিজেন উৎপাদনকারী ইউনিটগুলি এবং করোনা চিকিৎসার সঙ্গে যুক্ত বাকি সমস্ত কিছু অবশ্য খোলা থাকবে জরুরিকালীন অবস্থায়।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের গাড়ি চলাচলেও কোনও নিষেধাজ্ঞা থাকছে না। জরুরি চিকিৎসার ক্ষেত্রে কমার্শিয়াল এবং প্রাইভেট গাড়িগুলিকে চলাচলের জন্য অনুমতি প্রয়োজন হলেও ভ্যাকসিনেশন কেন্দ্রগুলি খোলা থাকবে।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবিয়োগ, করোনায় মৃত্যু অসীম বন্দ্যোপাধ্যায়ের

Advt