ইতালিয়ান ওপেনের (italian open) সেমিফাইনালে উঠলেন রাফায়েল নাদাল( rafael nadal)। এদিন ম্যাচে তিনি হারালেন আলেকজান্ডার জেরেভকে। ম্যাচের ফলাফল ৬-৩, ৬-৪।
কিছুদিন আগে মাদ্রিদে কোয়ার্টার ফাইনালে এই আলেকজান্ডারের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলেন নাদাল। শুধু মাদ্রিদ কোয়ার্টার ফাইনাল নয়,আলেকজান্ডারের কাছে হেরেছিলেন টানা তিন ম্যাচ। শুক্রবার যেন তারই বদলা নিলেন রাফা।
এদিন ম্যাচ জিতে স্প্যানিশ তারকা বলেন,” একজন অসাধারণ প্রতিপক্ষের বিরুদ্ধে জিততে পেরে সত্যিই ভাল লাগছে। এই জয়টা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ” সেমিফাইনালে নাদালের সামনে যুক্তরাষ্ট্রের রেইলি ওপেলকা।
আরও পড়ুন:ইংল্যান্ড সফরের জন্য ঘোষণা করা হল ভারতীয় মহিলা ক্রিকেট দল